fbpx

নিউজিল্যান্ডকে পাত্তাই দিলোনা বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর; ৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ম্যাচ শেষ করেছে পাঁচ ওভার বাকি রেখে।

নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে দিয়ে ম্যাচ জেতার কাজটা অর্ধেক করেই রেখেছিলো টাইগার বোলাররা, কিন্তু সেই সহজ কাজটাও সঠিকভাবে করতে পারেনি টাইগার ওপেনাররা। ১ রানেই প্রথম উইকেট হিসেবে ড্রেসিং রুমে ফিরে যান ওপেনার নাইম শেখ। এক ওভার পরেই নাইমের পথ ধরেন লিটন দাশও। ৬১ রানের টার্গেটে ৭ রানেই দুই উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পরে বাংলাদেশ।

সেখান থেকে দলকে ভরসা দেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। দুজনে ত্রিশ রানের জ়ুটি গড়ার পর সাকিব আউট হন ২৫ রান করে। ডেব্যু ম্যাচেই সাকিবের মহামুল্যবান উইকেট তুলে নেন কিউই অলরাউন্ডার রাচিন রবিন্দ্র। দেখেশুনে উইকেটে সেট হওয়া মুশফিক ম্যাচ জয়ের বাঁকি কাজটা সাড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। বাংলাদেশের তিন উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন তিন কিউই স্পিনার।

এর আগে মিরপুরে টস জিতে উইকেটের চাহিদা অনুযায়ী আগে ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমান করার সুযোগ অবশ্য কিউই ব্যাটসম্যানদের দেয়নি টাইগার বোলাররা। প্রথম চার ওভারেই চার উইকেট হারিয়ে খাদের কিনারায় গিয়ে ঠেকে নিউজিল্যান্ড।

শুরুর চাপ সামাল দেও্যার চেষ্টা করেছেন হ্যানরি নিকোলস এবং অধিনায়ক টম লাথাম। ইনিংসের ১১তম ওভারে মোহম্মদ সাইফউদ্দিনের বলে প্যাভিলিয়নে ফিরে ভেঙ্গেছে লাথামের প্রতিরোধ। ৪৩ রানে পঞ্চম উইকেট হারানোর পর নিউজিল্যান্ড পরের ৫ উইকেট হারায় ১৭ রানে। ১২ রানে মুস্তাফিজের শিকার ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন সাকিব-নাসুম-সাইফউদ্দিন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ওদের বিরুদ্ধে প্রথম জয় পাওয়া বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে ৩ সেপ্টেম্বর, একই সময়ে একই মাঠে।

Advertisement
Share.

Leave A Reply