fbpx

নিউজিল্যান্ড পৌঁছেছে টাইগাররা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে, প্রায় দেড় মাসের সফরে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দেশ ছাড়ে টাইগাররা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকালে ক্রাইস্টচার্চে পা রেখেছেন তামিম-মুশফিকের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম টাইগারদের নিউজিল্যান্ড পৌঁছানোর খবরটি নিশ্চিত করেন।

পেন্ডামিক সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম দেশের বাইরে সফর এটি। তাও নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে। যেখানে কোন ম্যাচ এখন পর্যন্ত জিততে পারেনি তামিমরা।

দুই বছর আগে সবশেষ নিউজিল্যান্ড সফরটা বিভীষিকাময় ছিল বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। মৃত্যুর দুয়ার থেকে যেন ফিরে এসেছিলো তারা সিরিজের মাঝ পথেই। ক্রাইস্টচার্চ হামলার ঘটনা সবারই জানা। এবার নিরাপত্তার বিষয়টাও জোরদার করা হয়েছে বাংলাদেশ দলের সফরের সময়।

২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। তার আগে কুইন্সটাউনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিমরা। ওয়ানডে সিরিজ শেষ হবে ২৬ মার্চ। হ্যামিল্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply