fbpx

নিউজিল্যান্ড-ভারতের পরেই বাংলাদেশ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টেস্ট চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় আসর চলছে, এখনও পাড়ি দেয়ার বাকি অনেকটা পথ। কিন্তু, স্বস্তির জায়গা হচ্ছে র‌্যাঙ্কিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং রানার্স আপ ভারতের পরেই অবস্থান করছে বাংলাদেশ। আসলেই কি স্বস্তির? টাইগাররা ভারত-নিউজিল্যান্ডের পরেই থাকলেও নম্বরটা যে সাত!

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুযোগ ছিল মুমিনুল হকের দলের সামনে। প্রথম টেস্টে জয় এলেও দ্বিতীয় টেস্টে মেনে নিতে হয়েছে পরাজয়। তবু সিরিজে সমতার পুরস্কার পেয়েছে টাইগাররা, র‌্যাঙ্কিংয়েই তা স্পষ্ট। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে হার পিছিয়ে দিয়েছে কিউইদের।

ভারত পিছিয়েছে, সেরা চারে প্রবেশ করেছে সাউথ আফ্রিকা
অপরদিকে, ভারতের বিপক্ষে সিরিজ জেতায় পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে সাউথ আফ্রিকার। ৬৬.৬৭ পার্সেন্টেজ নিয়ে সেরা চারে প্রবেশ করে ফেলেছে ইতোমধ্যেই। কপাল পুড়েছে ভারতের, গতবারের ফাইনাল খেলা ভারত বর্তমানে ৪৯.০৭ পার্সেন্টেজ অবস্থান করছে পঞ্চম স্থানে। ছয়ে ৩৩.৩৩ পার্সেন্টেজ নিয়ে নিউজিল্যান্ড, সাতেই ২৫ পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশ। শীর্ষে শ্রীলঙ্কা, সবার শেষে ইংল্যান্ড!

Advertisement
Share.

Leave A Reply