fbpx

নিকটস্থ টিকাকেন্দ্র কোথায়, জানা যাবে ফেসবুকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশে চলছে করোনার গণটিকাদান কর্মসূচি। এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে এবার সরকারের সাথে যোগ দিয়েছে ফেসবুক।

এই সোশ্যাল অ্যাপ ব্যবহার করেই এখন জানা যাবে কারা কারা টিকা নিতে পারবেন এবং আপনার নিকটস্থ টিকাকেন্দ্র কোথায়। সম্প্রতি ‘ভ্যাকসিন ফাইন্ডার’ নামের এক টুল চালু করেছে ফেসবুক।

মার্কিনী এ টেক জায়ান্ট জানিয়েছে, বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে দেশে ভ্যাকসিন ফাইন্ডার চালু করেছে ফেসবুক। নতুন এই টুলের মাধ্যমে বাংলাদেশিরা জানতে পারবেন, কারা টিকা নিতে পারবেন। এছাড়া  এর মাধ্যমে নিকটস্থ টিকাদানকেন্দ্র খুঁজে পেতে সাহায্য করবে। টিকার নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও এই টুলের মাধ্যমে জানা যাবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কাজ করবে এ টুল।

স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানুষকে করোনা-সম্পর্কিত তথ্য পেতে সাহায্য করা এবং দেশে টিকাদান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।

নিকটস্থ টিকাকেন্দ্র কোথায়, জানা যাবে ফেসবুকে

এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, মহামারি চলাকালে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং মানুষকে সর্বশেষ তথ্যের সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে ফেসবুক।

Advertisement
Share.

Leave A Reply