fbpx

নিজের উপর কখনও বিশ্বাস হারাইনি: দীপান্বিতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীপান্বিতা মার্টিন, কয়েকদিন আগেও তিনি ছিলেন না এতটা লাইম লাইটের সামনে। অথচ এখন তার জয়জয়কার।

একসময় কাজ করেছেন থিয়েটারে, সেখান থেকে ছোট পর্দা, এরপর বড় পর্দায় কাজ শুরু করেন। একটা সময় পর সিদ্ধান্ত নেন, শুধুমাত্র বড় পর্দায়ই কাজ করবেন।

তবে এতদিন অভিনয় করলেও এই প্রথমবারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘গোর’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেলেন।

সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২০ সালের সেরাদের নাম ঘোষণা হয়েছে। দীপান্বিতা অভিনীত গোর ছবিটি ১১টি পুরস্কার জিতে নিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত।

দীপান্বিতার মত অভিনেত্রীকে বাংলাদেশের পরিচালকেরা ঠিক কতটা ব্যবহার করতে পারলেন? এমন প্রশ্নের জবাবে দীপান্বিতা বলেন, আসলে সেটা তো পরিচালকেরাই ভালো বলতে পারবেন। তবে আমি হয়তো আরও ভালো চরিত্র করার সুযোগ পেতাম যেটা পরিচালকেরা হয়তো ভাবেননি।’

জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যেকোন স্বীকৃতিই একজন অভিনেত্রীর জন্য আনন্দের। তবে পুরস্কার পাওয়ার খবর শুনে আমি প্রায় ৩-৪ ঘণ্টা কথাই বিলিনি। একটা সময় পর যখন সবাই ফোন করে আমাকে তাদের ভালোলাগার কথা জানাচ্ছিলো, তখন আসলে আমার মনে হয়েছে, পুরস্কার তো বটেই, এই ভালোবাসাগুলোই আমার জীবনের পরম পাওয়া।’

পুরস্কার পাওয়ার খবরে সবাই ধন্য ধন্য করছে, কিন্তু পুরস্কার পাওয়ার আগে দীপান্বিতাকে কি সমান গুরুত্ব দেওয়া হয়েছে? দীপান্বিতা বলেন, ‘আসলে আমি যেই চরিত্রই করেছি একশো ভাগ শততা দিয়েই করেছি। পুরস্কার পেলাম হয়তো ‘গোর দিয়ে। আর পুরস্কার পাওয়ার পরতো একটি আলাদা মনোযোগ পাচ্ছিই।’

আবু শাহেদ ইমন পরিচালিত ‘গোল্ডেন এ প্লাস’ দিয়ে আলোচনায় আসেন দীপা। এছাড়াও ২০২১ সালে দীপান্বিতা অভিনীত গল্পরাজ্য ফিল্মসের ব্যানারে মোহাম্মদ রাব্বী মৃধা পরিচালিত এবং আবু শাহেদ ইমন প্রযোজিত ‘পায়ের তলায় মাটি নেই’ সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পায়।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/940523299874455

Advertisement
Share.

Leave A Reply