fbpx

নিজ কর্মস্থলে প্রয়াত আবদুল মতিন খসরুর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃতদেহ শেষবারের মতো আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাঁর কর্মস্থল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে নেওয়া হয়েছে। সেখানে সকাল ১০টায় সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর মৃতদেহ পৈত্রিক বাড়ি কুমিল্লার বুড়িচং’এ নিয়ে সেখানেই দাফন করা হবে বর্ষীয়ান এ নেতাকে।

এর আগে, বকশীবাজারে সকাল ৮টায় তাঁর নিজ বাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পাঁচবারের সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর। ৭১ বছর বয়সী এই আইনজীবী গত ১৬ মার্চ থেকে সিএমএইচ’এ চিকিৎসাধীন ছিলেন। সেখানে থাকা অবস্থাতেই ১২ এপ্রিল সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। সেইদিনই তাঁর নামের ফলক টাঙানো হয় সভাপতির কক্ষের বাইরে। কিন্তু, সেই কক্ষে বসার সুযোগ পেলেন না তিনি।

Advertisement
Share.

Leave A Reply