fbpx

‘নির্বাচন সুষ্ঠু করতে সুশীল সমাজের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সুশীল সমাজের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবসহ একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আফরিন বলেন, যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন ও ইউএসএআইডি’র বাংলাদেশ কার্যালয় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এ দেশের সুশীল সমাজের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। এই জনগোষ্ঠীর জন্য ১৭০ মিলিয়ন (১৭ কোটি) ডলার সহায়তা প্রদান নিয়ে স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া কীভাবে বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজ সম্পদের সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়, তা নিয়ে কথা বলেছে দুই দেশ, সাংবাদিকদের এমনটিই জানান বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

Advertisement
Share.

Leave A Reply