fbpx

নীলফামারীতে ইটভাটায় অভিযান, ৪৩ লক্ষ টাকা জরিমানা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে চারটি ইটভাটা আংশিক ভেঙে দেয়া হয়েছে। আরো চারটিসহ মোট আটটি ইটভাটায় ৪৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্টেট রেজিনা আকতার ও রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলম অভিযান পরিচালনা করেন। এ সময় পুুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ অভিযানে সহায়তা করে।

নীলফামারীতে ইটভাটায় অভিযান, ৪৩ লক্ষ টাকা জরিমানা

ইটভাটাগুলো দ্রুত সময়ের মধ্যে ভেঙে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি : ইয়াছিন মোহাম্মদ সিথুন

পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলম বলেন, ‘নীলফামারী জেলায় ৮টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইটভাটাগুলো দ্রুত ভেঙে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বার্তা ও ছবি প্রেরক: ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী থেকে

Advertisement
Share.

Leave A Reply