fbpx

নীলফামারীর সৈয়দপুরে পৌরভোট চলছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

পৌরসভার ৪৭ হাজার ১১২ জন নারী ও ৪৬ হাজার ৭৪৬ জন পুরুষসহ মোট ৯৩ হাজার ৮৫৮ জন ভোটার ১৫টি ওয়ার্ডের ৪১টি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটদান করছেন।

নীলফামারীর সৈয়দপুরে পৌরভোট চলছে

এবারের নির্বাচনে মেয়র পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ছবি : ইয়াছিন মোহাম্মদ সিথুন

এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া ১৫ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৮৭ জন এবং ৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নীলফামারীর সৈয়দপুরে পৌরভোট চলছে

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ছবি : ইয়াছিন মোহাম্মদ সিথুন

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে ১৫ ওয়ার্ডে একটি করে মোবাইল কোর্ট টিম এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে একটি পৃথক টিম মাঠে রয়েছে।

বার্তা ও ছবি প্রেরক : ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী

Advertisement
Share.

Leave A Reply