fbpx

নেপালে এভারেস্ট লিগে খেলার ছাড়পত্র পেলেন তামিম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আসন্ন এভারেস্ট প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিম ইকবাল। প্রায় দুই মাস হাঁটুর ইনজুরিতে ভোগার পর নেপালের এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য জানিয়েছেন।

তামিম খেলবেন এভারেস্ট প্রিমিয়ার লিগে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে তার। প্রস্তুতির সবটুকু তাই দেশ থেকেই নিয়ে নিয়েছেন এই ওপেনার।

এভারেস্ট প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে এ মাসের ২৫ তারিখ থেকে। আর এই টুর্নামেন্টের পর্দা নামবে ৯ অক্টোবর।

টুর্নামেন্টে ২৬ সেপ্টেম্বর পোখারা রাইনোসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তামিমের গ্ল্যাডিয়েটর্স। এরপর ২৭ সেপ্টেম্বর চিতওয়ান টাইগার্স, ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, ২ অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন ও ৪ অক্টোবর ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে লড়বে তামিমের দল।

এ বছরের শুরুতে জিম্বাবুয়ে সিরিজের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যায়নি তামিম ইকবালকে। হাঁটুর ইনজুরির জন্য ক্রিকেটের শর্টার ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বাঁহাতি এই ওপেনার।

সম্প্রতি, বিশ্বকাপ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন দেশসেরা এই ওপেনার।

Advertisement
Share.

Leave A Reply