fbpx

নোয়াখালীতে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা আক্রান্ত রোগীদের জন্য নোয়াখালী পৌরসভায় উদ্বোধন করা হয়েছে ‘পৌর মেয়রের অক্সিজেন ব্যাংক’।

বুধবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় এই অক্সিজেন ব্যাংকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ খান সোহেল।

সেখানে মেয়র সহিদ উল্যাহ খান বলেন, করোনা মহামারিতে বাংলাদেশসহ গোটা বিশ্বে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে অনেকেই আছেন, যাঁরা সময়মতো অক্সিজেন না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তাই নোয়াখালী পৌরসভার করোনায় আক্রান্ত বাসিন্দাদের কথা বিবেচনা করে তিনি অক্সিজেন ব্যাংক গড়ে তোলার উদ্যোগটি নিয়েছেন।

প্রাথমিকভাবে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়েছে উল্লেখ করে বলেন, চাহিদা বাড়লে আরও নতুন অক্সিজেন সিলিন্ডার এই ব্যাংকে সংযুক্ত করা হবে।

পৌরবাসীরা এই ব্যাংক থেকে ২৪ ঘণ্টা অক্সিজেন সেবা পাবেন। সেবা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় জনবলও নিশ্চিত করা হয়েছে বলেও জানান এই পৌরসভার মেয়র।

Advertisement
Share.

Leave A Reply