fbpx

নৌকাডুবির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এমএসএফের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। মানবাধিকার সংগঠনটি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততার সঙ্গে আইনানুগ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় এমএসএফ।

গত রবিবার বেলা দেড়টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বিকেল চারটা পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে আরো কয়েকজন।

এমএসএফের বিবৃতিতে বলা হয়, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে এই হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা সবার মধ্যে দুঃখ ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। এ ঘটনা প্রথম বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাব ও উদাসীনতার কারণে মানুষ এ ধরনের বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছেন। সাধারণ জনগণের যাত্রাপথে নিরাপত্তা বিধানে যে নিয়মনীতি আছে, তার যথাযথ প্রয়োগে যেন আর কোনো অবহেলা না হয়, তা দেখার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।

বিবৃতিতে বলা হয়, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনাটির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

Advertisement
Share.

Leave A Reply