fbpx

ন্যায্যমূল্যের বেশি নিলে ‘অ্যাকশন’ নেওয়ার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের নির্ধারিত দামের চেয়ে বাড়তি দাম রাখলে ব্যবসয়ীদের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নেয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে যে দাম ঠিক করে দেয়া হয়, সেটাই মানতে হবে, না হলে গরমিল করলেই অ্যাকশন নেয়া হবে। ২ মার্চ (বুধবার) সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে এক সভায় এমনটাই জানিয়েছেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে শক্ত অবস্থান নিয়েছে সরকার। কেউ দাম বাড়ালে আমরা অ্যাকশনে যাচ্ছি, এ কথা মিডিয়া যেন প্রচার করে।’

মন্ত্রী আরও জানান,  আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে এই পরিস্থিতি দেখা দিয়েছে। অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়ে গেছে যার ভুক্তভোগী সাধারণ জনগণ। তবে দেশীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে মজুতদারি ও অতিমুনাফার অভিযোগও পাওয়া গেছে।

তবে দাম বেশি রাখার অভিযোগে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা কররেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৈঠকে কেবল সয়াবিন তেল ও পাম তেলের বাজার পরিস্থিতি নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি আরও বলেন, ‘সব ব্যবসায়ী অসাধু নয়, আমাদের কথা হচ্ছে যেসব অনিয়মের কথা শুনেছি, এর বিরুদ্ধে ব্যবস্থা নিন। এটা আজকে ভোক্তা অধিকার, ডিজিএফআই, এনএসআই, প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধিদের বলে দিয়েছি।’

Advertisement
Share.

Leave A Reply