fbpx

‘পঞ্চাশে’ পা রাখছেন মুমিনুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বৃহস্পতিবার সাউথ আফ্রিকার ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। মাঠে নামার সাথেসাথেই এক মাইলফলক স্পর্শ করবেন বাংলার টেস্ট অধিনায়ক মুমিনুল হক। প্রোটিয়াদের বিপক্ষে এটিই হতে যাচ্ছে তাঁর টেস্ট ক্যারিয়ারের ৫০তম ম্যাচ।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলেতে টেস্ট অভিষেক ঘটে মুমিনুলের। দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে ৫০তম ম্যাচ খেলবেন তিনি। টেস্ট অভিষেকের পর ৪৯ টেস্টে এখন পর্যন্ত ৪১.১৮ গড়ে এবং ৫৩.৭৪ স্ট্রাইক রেটে মোট ৩৫০১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। টেস্টে টাইগারদের হয়ে সর্বোচ্চ ১১ সেঞ্চুরির মালিক তিনি। এছাড়াও, ১৫টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন টাইগার অধিনায়ক। পাশাপাশি, বল হাতে এখন পর্যন্ত পেয়েছেন ৭ উইকেট।

মজার বিষয় হল, মুমিনুলের মতো সাউথ আফ্রিকা দলের ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমাও এই টেস্টের মাধ্যমে ৫০তম টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন। সাউথ আফ্রিকার ২৪তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন বাভুমা। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক ঘটে।

Advertisement
Share.

Leave A Reply