fbpx

পতাকা বিকৃত করার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতীয় পতাকা বিকৃত করার অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।

মহান বিজয় দিবসে নিজেদের মতো করে তৈরি করা জাতীয় পতাকা নিয়ে ক্যাম্পাসে তোলা ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তারা।

ছবিটিতে দেখা যায় জাতীয় পতাকার নকশা সবুজের মধ্যে লাল বৃত্ত থাকার কথা থাকলেও তাদের পতাকার মাঝে ছিল চারকোণা আকৃতির লাল বর্গ।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

একই সঙ্গে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অধিকার সুরক্ষা পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

Advertisement
Share.

Leave A Reply