fbpx

পদত্যাগের কথাও ভেবেছি: ইলিয়াস কাঞ্চন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। এখনও শেষ হয়েছে তা বলা যাচ্ছে না মোটেই। রায় অনুযায়ী সাধারণ সম্পাদক জায়েদ খান। তবে ৩ মার্চ আবারও উচ্চ আদালতে আপিল করেছেন নিপুণ।

এসবকিছু নিয়ে খুবই বিরক্ত শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। একবার জায়দ খান, একবার নিপুণ, সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে এই টানা হেঁচড়া তার আর ভালো লাগছে না জানিয়ে তিনি বলেন, ‘আমার আর এসব ভালো লাগছে না। কী যে হচ্ছে। এসব ঘটনা দেখে এমনও ভেবেছি আমি পদত্যাগ করবো।‘

জায়েদ খানের সাথে কাজ করা নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জায়েদের সাথে কাজ করা নিয়ে আমার কোনো সমস্যাই নেই। যারাই নির্বাচিত হয়েছেন সবার সাথে মিলেমিশেই আমরা কাজ করতে চাই। তবে জায়েদকে অবশ্যই আদালত থেকে যে রায় এসেছে, প্রমান হিসেবে সেই কাগজ দেখাতে হবে আমাকে।‘

বুধবার(২ মার্চ) জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও অভিনেত্রী নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে নিপুণ তার আইনজীবীর মাধ্যমে পিটিশন জমা দিয়েছেন।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/3263055543978207

Advertisement
Share.

Leave A Reply