fbpx

পদত্যাগ করবেন না প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শ্রীলঙ্কায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভ-প্রতিবাদের মুখেও প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন না।  সরকারের চিপ হুইপ পার্লামেন্টে এই কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

দেশটিতে অর্থনৈতিক চরম বিপর্যয়ের জন্য সরকার বিরোধী বিক্ষোভের জেরে মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই পদত্যাগ করেছেন। এমনকি ক্ষমতাসীন দলের পার্লামেন্ট সদস্যদের অনেকেই দল ছেড়েছেন।

পার্লামেন্টের বিরোধী নেতারাও জাতীয় ঐক্য সরকার গঠনের জন্য প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ভোটাররাও প্রেসিডেন্ট ও বর্তমান সরকারের পতন চাইছে।

বিরোধীদের সমালোচনার জবাবে চিপ হুইপ ও মহাসড়ক বিষয়ক মন্ত্রী জনস্টন ফার্নান্দো বলেন, ‘কোনো পরিস্থিতিতেই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন না। আমরা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হবো।’

এর আগে দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টা পার না হতেই অর্থমন্ত্রীর পদ থেকে সোমবার পদত্যাগ করেন আলি সাবরি। সরকারবিরোধী বিক্ষোভের জেরে ২৬ মন্ত্রী পদত্যাগের পর চার মন্ত্রণালয়ে চারজনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। আলী সাবরি তাদেরই একজন ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply