fbpx

পদ্মার বুকে ধরা পড়ল ২৫ হাজার ৬০০ টাকার কাতল!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পদ্মায় ফের ধরা পড়ল ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির এক কাতল মাছ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় কোব্বাত হালদারের জালে মাছটি ধরা পড়ে। যা বিক্রি হয়েছে ২৫ হাজার ৬০০ টাকায়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের উজানের অদূরে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়লে তা দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়। মাছটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

জানা গেছে, চাঁদনী আরিফা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা আড়ত থেকে এক হাজার ৬০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

মো. চান্দু মোল্লা জানান, সকালে তিনি ছকোর উদ্দিনের আড়ত থেকে ১৬ কেজি ওজনের একটি কাতল কিনেছেন। মাছটি বিক্রি করবেন এক হাজার ৭০০ টাকা কেজি দরে। এজন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply