fbpx

পদ্মাসেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারও পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিল কাকলী নামের কে-টাইপ একটি ফেরি। আজ ১৩ আগস্ট (শুক্রবার) সকাল ৮ টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি সেতুর পিলারে ধাক্কা দেয়।

জানা যায়, কাকলী নামের ওই ফেরিটি সকালে বাংলাবাজার ঘাট থেকে কিছু যানবাহন ও যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। তবে ফেরিতে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানা গেছে।

ধাক্কা লাগার বিষয়টি শুনেছেন বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক। তবে এখনও তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।

আর ট্রাফিক পুলিশ বলছে, সকাল ৮টার দিকে ছেড়ে আসা ফেরি কাকলী প্রবল স্রোতের কারণে ১০ নম্বর পিলারে ধাক্কা খেয়েছে বলে শুনতে পেয়েছে।

এর আগে গত ৯ আগস্ট  সন্ধ্যায় ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ জন যাত্রী আহত হন। গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর সাত নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতেও প্রায় ২০ জন যাত্রী আহত হন। সবগুলো ফেরিই বাংলাবাজার থেকে শিমুলিয়া যাওয়ার পথে এ ধাক্কার ঘটনা ঘটে।

Advertisement
Share.

Leave A Reply