fbpx

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৪ কোটি ১৯ লাখ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪কোটি ১৯ লাখ টাকা টোল আদায় হয়েছে, যা কিনা এ পর্যন্ত সর্বোচ্চ। গতকাল (শুক্রবার) থেকে ৯ জুলাই (শনিবার) সকাল ৬টা পর্যন্ত এই টোল আদায় হয়।

এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) টোল দিয়ে ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে মোট চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। এটাই পদ্মা সেতুর সর্বোচ্চ টোল আদায় বলে জানান তিনি।

রাত পোহালেই ঈদুল আজহা। তবে শেষ দিনে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের তেমন চাপ নেই জানিয়ে তিনি বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে ছয়টি লেন দিয়ে যানবাহন টোল দিয়ে পার হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সকাল থেকে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে যেন কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ।

Advertisement
Share.

Leave A Reply