fbpx

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়ে বক্তব্য শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) সকাল ১০টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী, বক্তব্য দেয়ার জন্য স্টেজে ওঠেন। এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধন করতে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সুধী সমাবেশের মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী।

সকাল ১০টা ৩ মিনিটে তিনি মঞ্চে পৌঁছান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বহুল প্রত্যাশিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ইতোমধ্যে শুরু হয়েছে।

সকাল সোয়া ১০টায় সূচনা বক্তব্য শুরু করেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে ১০টা ১০ মিনিটে একটি থিম সংগীত পরিবেশন করা হয়। সেতু প্রকল্প কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমী সেই সংগীতটি নির্মাণ করেছে। সংগীতটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎসহ দেশবরেণ্য সংগীতশিল্পীরা।

Advertisement
Share.

Leave A Reply