fbpx

পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘটের ডাক, ডিএনসিসির ভিন্ন মত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুই সিটি কর্পোরেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারিভাবে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি)।

রাজধানীর বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা থেকে বর্জ্য সংগ্রহের কাজকে টেন্ডারের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। আর এই সিদ্ধান্তে বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেয় পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠনটি।

সংগঠনটির দাবি, এমনটা করা হলে বেকার হয়ে পড়বে এর সাথে জড়িত প্রায় ১৯ হাজার (ঢাকার উত্তরে প্রায় ৯ হাজার) পরিচ্ছন্নতাকর্মী।

তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানায়,পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক অবস্থা এবং নগরবাসী উভয়ের প্রতি ‘সহানুভূতি’

গতবছরের সেপ্টেম্বরে এক বোর্ড সভায় বর্জ্য সংগ্রহের কাজ টেন্ডারের মাধ্যমে তৃতীয় পক্ষকে দেওয়ার সিদ্ধান্ত নেয় ডিএনসিসি। আর এই একই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

এর আগে রাজধানীর জাতীয় প্রেস-ক্লাবের সামনে মানববন্ধন থেকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। তারা জানায় এই সাত দিনের মধ্যে টেন্ডার ব্যবস্থা বাতিল না করলে অথবা টেন্ডারে অংশ নেওয়ার শর্ত শিথিল না করলে ধর্মঘট করবে তারা।

আর সিটি কর্পোরেশন বলছে, ময়লার ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা, এই টাকা কারা নিচ্ছে কই যাচ্ছে হিসেব নেই। এতে করে সরকার ও সিটি কর্পোরেশন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। নগরবাসীর স্বার্থেই সিটি কর্পোরেশন এমন সিদ্ধান্ত নিয়েছে ,সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী গুলোকে নিয়মের আওতায় আনতে চান তারা ।

পিডব্লিউসিএসপি ধর্মঘট ডাকলে সেটা অযৌক্তিক হবে বলেও মনে করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।

পিডব্লিউসিএসপি’কে টেন্ডারে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে টেন্ডারের শর্ত নিয়ে কোনো কথা থাকলে আলোচনার আহ্বান জানান ডিএনসিসির এই কর্মকর্তা।

Advertisement
Share.

Leave A Reply