fbpx

পরিবহন সংশ্লিষ্টদের স্বেচ্ছাচারিতায় সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন জাপা চেয়ারম্যানের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পরিবহন শ্রমিকদের স্বেচ্ছাচারিতায় সরকারের নীরবতার কারণ জানতে চেয়ে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকরা যেন দেশকে জিম্মি করে ফেলেছে। সাধারণ যাত্রীদের সাথে অশালীন আচরণ করছে শ্রমিকরা। অবস্থা দেখে মনে হচ্ছে সরকারের যেন কিছুই করার নেই।‘

গত কয়েকদিন ধরে চলা ছাত্রদের আন্দোলন মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করছে। ছাত্রদের জন্য হাফ ভাড়া আগেও ছিল। ছাত্রদের হাফ ভাড়ার দাবি যৌক্তিক, ছাত্রদের দাবি মেনে নেয়া উচিত।‘

শুক্রবার রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ’ প্রতিপাদ্যে ছায়া সংসদে অংশ নিয়ে এসব কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

সহিংসতার জন্য মানুষ ভোটকেন্দ্রে যেতে চায় না অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচনের নামে ভোটকেন্দ্র দখল হচ্ছে। ভোটের নামে সহিংসতা হচ্ছে, খুনোখুনি হচ্ছে। জোর করে ভোটের বাক্স ছিনতাই করছে। ক্ষমতাসীনরা নির্বাচনে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না। সহিংসতার জন্য মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না। দেশের মানুষ ভোটের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে।‘

জাতীয় নির্বাচনের আগেই ভোট গ্রহনের পরিবেশ সুষ্ঠু করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্র চর্চার প্রবেশদ্বার। সঠিকভাবে নির্বাচন হলেই গণতন্ত্র চর্চা সম্ভব হবে। নির্বাচন সঠিকভাবে হলেই সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র চর্চা হলেই সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে।‘

জি এম কাদের তার বক্তব্যে সড়কে চাঁদাবাজি বন্ধ করার দাবি জানান। একইসঙ্গে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য পণ্য বিতরণ স্থায়ী সমাধান নয়। আবার কোন বিষয়ে দীর্ঘদিন ভর্তুকি দেয়াও সঠিক নয় বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।

Advertisement
Share.

Leave A Reply