fbpx

পরিবেশমন্ত্রীর আশ্বাসে জুড়ীতে অবরোধ তুলে নিলেন চা-শ্রমিকরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দু-তিন দিনের মধ্যে চা শ্রমিকদের সাথে তাদের মজুরি বিষয়ে কথা বলবেন, পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের এমন আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ীতে আন্দোলনরত চা শ্রমিকরা।

বুধবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের জুড়ীতে চা শ্রমিকদের এই আশ্বাস দেন পরিবেশমন্ত্রী। ৩০০ টাকা মজুরির দাবিতে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন এখানকার চা শ্রমিকরা।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের প্রতি অত্যন্ত সদয় ও সহানুভূতিশীল। বর্তমান সরকার চা বাগানের অনেক শ্রমিককে ঘর তৈরি করে দিয়েছে। এছাড়াও বাগানের শ্রমিকদের তালিকা করে প্রতিবছর ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে, যা অন্য কোন সরকার দেয়নি। বঙ্গবন্ধুকন্যা চা-শ্রমিকদের কল্যাণে সম্ভাব্য সবকিছু করবেন।

তিনি আরো বলেন, আপনারা জীবনভর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসেছেন। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বর্তমান সরকারের উদ্যোগে আপনাদের ছেলে-মেয়েরা আজ উচ্চশিক্ষিত হচ্ছে, দেশ পরিচালনায় অংশ নিচ্ছে।‌

মন্ত্রী বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মজুরি বিষয়ে কথা বলবেন। পরে তার আশ্বাসে চা শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এর আগে মন্ত্রী জুড়ী উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

Advertisement
Share.

Leave A Reply