fbpx

পরীমনির মামলায় নাসিরসহ ৩ জনের বিচার শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বোট ক্লাবে শ্লীলতাহানির অভিযোগে অভিনেত্রী পরীমনির করা মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ করেছেন আদালত। এই মামলায় আগামী ১ আগস্ট সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করা হয়েছে।

বুধবার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন এই আদেশ দেন।

গত ১৯ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন (১৮ মে) ধার্য করেন। সে অনুসারে আজ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন।

আসামি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলম অভিযোগ গঠনের সময় আদালতের কাছে নিজেদের নিরপরাধ দাবি করে ন্যায়বিচার চান। কিন্তু আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন নাকচ করেন আদালত। মামলার তিন আসামিই এখন জামিনে আছেন।

গত বছরের ১৪ জুন সাভার থানায় পরীমনি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ৮ জুন রাতে তাঁকে কৌশলে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে যান তাঁর পূর্বপরিচিত তুহিন। সেখানে তাঁকে জোর করে মদ পান করানোর চেষ্টা করেন নাসির। একপর্যায়ে তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়।

মামলাটি তদন্ত করে গত বছরের ৬ সেপ্টেম্বর নাসির, শহিদুল ও তুহিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

Advertisement
Share.

Leave A Reply