fbpx

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের ছবি: দাবি তৃণমূলের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী প্রাচারণায় ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের সহিংসতার ছবি- বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এমন অভিযোগই এনেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষ বিজেপি-র ভোট প্রচারে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তাঁদের প্রচারে বাংলাদেশের দাঙ্গার ছবি ব্যবহার করা হচ্ছে। এমনকি ১৯৪৬ সালের দাঙ্গার ছবি ব্যবহার করা হচ্ছে। দেখানো হচ্ছে খবরের কাগজের কাটিং। এই দু’টি বিষয়ই আমরা কমিশনের কাছে পাঠাব।’

লিখিত আকারে তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবারই এ বিষয়ে কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাবে রুদ্রনীল ঘোষ বলেন, ‘যিনি অভিযোগ করছেন, তিনি শুধুমাত্র তাঁর দায়িত্ব পালন করেছেন। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন, তেমনই বাবুল সু্প্রিয় এবং আমার বিরুদ্ধে এমন সব অভিযোগ করছেন। এমন ভিত্তিহীন অভিযোগ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।’

তবে বাবুল সুপ্রিয় এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

Advertisement
Share.

Leave A Reply