fbpx

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: প্রত্যাবর্তন নাকি পরিবর্তন?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জোড়াফুল না পদ্মফুল ফুটছে, তারই অপেক্ষায় প্রহর গুনছে গোটা বাংলা।

এরই মধ্যে বেশ কিছু ফল আসতে শুরু করেছে। আসানসোলে উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মলয় ঘটক। জামুড়িয়াতেও জিতেছেন তৃণমুল প্রার্থী হরেরাম সিংহ। শিবপুর বিধানসভা কেন্দ্রেও জয় জোড়া ফুলের। বিজেপি প্রার্থীকে হারিয়ে জয় নিশ্চিত করেছেন তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। হাওড়ার উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূলের সমীর পাঁজা।

জয়ের বাতাস বইছে বিজিপি শিবিরের প্রার্থীদের মধ্যেও। কুলটিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। শিলিগুড়িতে জয়ী বিজেপির শঙ্কর ঘোষ।

পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রাম।  প্রাপ্ত ফলে কখনও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন আবার কখনও শুভেন্দু অধিকারী। তবে সর্বশেষ খবর এগিয়ে আছেন ক্ষমতাসীন দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবিপি আনন্দ তাদের দুপুর দুইটার বুলেটিনে জানিয়েছে, রাজ্যের ২৯২ আসনের মধ্যে ২০৭ আসনে এগিয়ে আছে তৃণমূল।  আর বিজেপি এগিয়ে আছে ৮১টি আসনে। অন্যদিকে, সংযুক্ত মোর্চা এগিয়ে আছে ২টি আসনে। রিপাবলিক বাংলা টিভি বলেছে, তৃণমূল এগিয়ে আছে ১৯১টি আসনে। বিজেপি ৯৩টি আসনে এবং সংযুক্ত মোর্চা এগিয়ে আছে ৩টি আসনে।

দেশটির আনন্দ বাজার পত্রিকা জানিয়েছে,  এখন পর্যন্ত পাওয়া ফলে, তৃণমূলেরই জয়ের আভাস পাওয়া যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply