fbpx

পশ্চিমবঙ্গে করোনা বাড়ার জন্য বিজেপিকেই দায়ি করলেন অনুব্রত মণ্ডল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকের দিকেই আঙ্গুল তুললেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

তিনি বলেন বিধানসভা নির্বাচন আট ধাপে হওয়ার জন্য একে কেন্দ্র করেই ভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অনুব্রত মণ্ডল বলেন, ‘‘অন্য রাজ্যে ২৩৪টি আসনে এক দফায় নির্বাচন হচ্ছে। কিন্তু এ রাজ্যে ২৯৪টি আসনে নির্বাচন হচ্ছে ৮ দফায়। কেন?’’ তৃণমূল নেতৃত্ব আগেও রাজ্যে এতগুলি দফায় নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নই আরও একবার তুললেন অনুব্রত।

সরাসরি কটাক্ষ নিয়ে সবসময় আলোচনার শীর্ষে থাকা অনুব্রত মণ্ডল বলেন, ‘‘করোনার জন্য আর কেউ দায়ী নয়। শুধু ধৃতরাষ্ট্র ও বিজেপি সরকার দায়ী। করোনা যদি কেউ এখানে এনে থাকে, তাহলে বিজেপি সরকার এনেছে। এবার বাংলায় মানুষ চিন্তা করুন কী করবেন।’’

এর আগেও জনসভা থেকে করোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Share.

Leave A Reply