fbpx

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের এক কেন্দ্রে কারচুপির অভিযোগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভোটযন্ত্রে কারচুপির অভিযোগে সরগরম পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভার ১৭২ নম্বর বুথ। এই জেলার একটি কেন্দ্রে দীর্ঘ সময় ভোট গ্রহণ বন্ধ থাকে।

শনিবার সকালে ভোটারদের একাংশ অভিযোগ করে, তাঁরা তৃণমূলে ভোট দিলেও ভোট পড়েছে বিজেপিতে। এই বুথে ভোটদান শুরু হতেই গোলমাল শুরু হয়। অভিযোগকারীরা ইভিএম পরিবর্তনের দাবি জানান। সাড়ে ৩ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল ভোটগ্রহণ।

ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও বুথের প্রিসাইডিং অফিসারের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন।

রাজ্যের বিজেপি নেতাকর্মীদের দাবি, এ সব অভিযোগ ভিত্তিহীন ও সাজানো। হারের ভয়েই আগে থেকে অভিযোগ জানিয়ে রাখছে তৃণমূল।

ঘটনাস্থলে যান ভোট পর্যবেক্ষক। পরে বিক্ষোভ সামলে ভোটদান শুরু হয় সকাল সাড়ে ১০টা নাগাদ।

স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। শেষ পর্যন্ত ভিভিপ্যাট পরিবর্তন করে আবার শুরু হয় ভোটগ্রহণ।

Advertisement
Share.

Leave A Reply