fbpx

পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দিচ্ছে বিএসইসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই মধ্যে তিনটি প্রতিষ্ঠানের নতুন পর্ষদ গড়ার কাজ শেষ হয়েছে। আর বাকি দুটির কাজ চলছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

যে পাঁচ প্রতিষ্ঠান নতুন পর্ষদ গঠনের উদ্যোগ নিয়েছে, এগুলো হচ্ছে- ইউনাইটেড এয়ার, ফ্যামিলিটেক্স, সিঅ্যান্ডএ টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও এমারেল্ড অয়েল। এর মধ্যে চারটিরই কার্যক্রম অনেক দিন ধরে বন্ধ রয়েছে। আর শুধু ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

মূলত অচল কোম্পানিগুলোকে সচল করার উদ্দেশ্যেই নতুন করে আবার পর্ষদ গঠনের কাজ চলছে বলে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে।

এদিকে বিএসইসি সূত্রে জানা গেছে, রিংসাইন টেক্সটাইল ও আলহাজ টেক্সটাইলের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। এরই ফলস্বরূপ আরও পাঁচটি কোম্পানির পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গড়ার প্রক্রিয়া চলছে।

Advertisement
Share.

Leave A Reply