fbpx

পাকিস্তানের নৃশংসতা বাংলাদেশ ভুলতে পারে না : প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একাত্তরে পাকিস্তানের নৃশংসতা ভোলা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘১৯৭১ সালে পাকিস্তান যে নৃশংসতা চালিয়েছিল বাংলাদেশ তা ভুলে যেতে পারে না। একাত্তরের ঘটনাগুলো ভোলা যায় না। সেই ক্ষত চিরদিন রয়ে যাবে।’

পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এসময় দেশনেত্রী বঙ্গবন্ধুর ওপর তৎকালীন পাকিস্তান গোয়েন্দা সংস্থার নথি নিয়ে প্রকাশিত ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইয়ের কথা উল্লেখ করেন। বলেন,‘সবাই এই বই থেকে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত অনেক ঐতিহাসিক সত্য জানতে পারে।’

শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ (উর্দু সংস্করণ) বইটি অন্যান্য দেশের মতো পাকিস্তানেও এটি অধিক পঠিত বই।’

একই বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। একই সঙ্গে শেখ হাসিনাও হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানান।

এসময় হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন সম্পর্কে জানতে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের পরামর্শ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ফোরামগুলো এখন নিষ্ক্রিয়। এসময় তিনি দুই দেশের মধ্যে ফরেন অফিস কনস্যুলেশন সক্রিয় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চান।

এর প্রতি উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘নিয়মিত কাজ চালিয়ে যাওয়ায় এখানে কোনো বাধা নেই’।

ইমরান আহমেদ আরও বলেন,বাংলাদেশের সঙ্গে কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়াই পাকিস্তান দ্বিপাক্ষিক  সম্পর্ক জোরদার করতে চায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় বাংলাদেশের পররাষ্ট্র নীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়’ উল্লেখ করে বলেন, তিনি আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করেন। তিনি পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পাকিস্তানের হাইকমিশনার বিশ্ব অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন ।

এই বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply