fbpx

পাকিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, নিহত ২০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত ২০ জন। আহত হয়েছে তিন শতাধিক মানুষ। বৃহস্পতিবার সকালে এই ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তানের সংবাদ সংস্থা ডন এ তথ্য দিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিত ৯। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছু ভবন ধসে পড়ে হতাহত হয়েছে। ধ্বংসস্তুপে এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।

পাকিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, নিহত ২০

শতাধিক মাটির ঘর ধসে পড়েছে। ছবি: সিএনএন

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হারনাই জেলায়। সংবাদ মাধ্যম রয়টার্সকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে শাতাধিক মাটির ঘর ধসে পরে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পাঁকা বাড়ি। এই দুর্যোগে ঘরহারা হয়েছে হাজারো মানুষ।

Advertisement
Share.

Leave A Reply