fbpx

পাকিস্তানে আইএস’র হাতে প্রাণ গেল ১১ খনি শ্রমিকের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নতুন বছরের শুরুতেই হামলা ও মৃত্যুর খবর। এ বিষাদ বার্তা এসেছে পাকিস্তান থেকে। সেখানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনির ১১ জন শ্রমিককে হত্যার দায় স্বীকার করেছে সন্ত্রাসকে সমাধান মনে করা কট্টর সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ।

শনিবার আইএস সদস্যরা ওই শ্রমিকদের অপহরণ করে খনির কাছেই হত্যা করে বলে জানিয়েছে বিবিসি।

গণমাধ্যম জানিয়েছে, নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে।

এই ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড’ বলে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গণমাধ্যম মাফিক জানা যায়, হত্যাকাণ্ডের বিচার দাবি করে স্থানীয় প্রতিবাদকারীরা প্রধান একটি সড়কে মৃতদেহ রেখে টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। হত্যায় দায়ীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান সরকার।

 

Advertisement
Share.

Leave A Reply