fbpx

পাকিস্তানে হোটেলে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানে বেলুচিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত চারজন এবং আহত হয়েছেন ১২ জন।

স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে শক্তিশালী এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কোয়েটা সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বলে সেখানের স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন

পাকিস্তানে হোটেলে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১২

ছবি: রয়টার্স

এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ বলেছেন, চীনের রাষ্ট্রদূতকে হত্যার জন্য এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘এই অঞ্চলে সন্ত্রাসবাদ বেড়ে গেছে। আমাদের নিজেদের লোকজনই এসব সন্ত্রাসী কার্যক্রমে জড়িত।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বিস্ফোরণের সময় ওই হোটেলে ছিলেন না। আমি একটু আগেই তার সাথে দেখা করেছি। তিনি সুস্থ ও ভালো আছেন।’ এ হামলা ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি

সংবাদমাধ্যম ডন স্থানীয় পুলিশের ডিআইজি আজহার ইকরামের বরাত দিয়ে জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সেরেনা হোটেলে পার্কিংয়ের কোনো একটি গাড়িতে শক্তিশালী ওই বোমা রাখা ছিল। এই বিস্ফোরণে নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানান ডিআইজি আজহার ইকরাম।

বোমা হামলা ঘটনার পরপর ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি ঘিরে রেখেছেন। ই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিস্ফোরণের ঘটনা নিয়ে বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত সায়ানি এক টুইটবার্তায় বলেন, ‘এই হামলার ঘটনায় সম্ভাব্য সব বিষয় সামনে রেখেই তদন্ত করা হবে। এর সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তাৎক্ষণিকভাবে কেউ এ বোমা হামলার দায় স্বীকার করেনি।

Advertisement
Share.

Leave A Reply