fbpx

পান্তের ‘মিরাজ’ জুজু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজে ঋষভ পান্তকে আউট করার নেশাই যেন পেয়ে বসেছিল মেহেদী হাসান মিরাজকে! ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। ভারতের মিডল অর্ডারের ‘ডেঞ্জার ম্যান’ ঋষভ পান্ততে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশের এ টেস্ট জয়ের সম্ভাবনা টিকিয়ে রেখেছেন মিরাজ। এ নিয়ে দুই টেস্টের ৩ ইনিংসেই পান্ত পরাস্থ হয়েছেন মিরাজের কাছে।

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ বলে ৯ রান করা পান্তকে ২৮তম ওভারের শেষ বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। এর আগে প্রথম ইনিংসেও ১০৪ বলে ৯৩ রান করা এই ভারতীয় ব্যাটারকে আউট করে সেঞ্চুরি বঞ্চিত করেছিলেন টাইগার এই অলরাউন্ডার।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিসেও ৪৫ বলে ৪৬ রান করা পান্ত সাজঘরে ফিরেছিলেন মিরাজের বলে বোল্ড হয়ে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ভারত ইনিংস ডিক্লিয়ার করায় ব্যাট হাতে আর মাঠে নামা হয়নি তার। এই সিরিজে মিরাজ জুজু যেন পেয়েই বসেছে পান্তকে!

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৯৪ রান। এই টেস্ট জিততে ভারতের প্রয়োজন ৫১ রান, বাংলাদেশ প্রয়োজন ৩ উইকেট।

Advertisement
Share.

Leave A Reply