fbpx

পারাপারের অপেক্ষায় কয়েকশ’ যান শিমুলিয়া-বাংলাবাজারে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কঠোর বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিন রাজধানীতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট দিয়ে ফিরছেন অসংখ্য মানুষ। এই নৌরুটগুলোতে সংক্রমণের ঝুঁকি নিয়ে সকলকে চলাচল করতে দেখা গেছে। বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে দেখা গেছে, লাশবাহী ও রোগীবাহী জরুরি অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছে। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকার কারণে বাড়ছে মানুষের বিড়ম্বনা।

বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বহরে ১৮ ফেরি থাকা সত্ত্বেও শুধুমাত্র পাঁচটি মাঝারি ধরনের ফেরি চলাচল করছে, আর বাকিগুলো বন্ধ রাখা হয়েছে। এ কারণেই দুই পাড়ের চাপ কুলিয়ে ওঠা যাচ্ছে না, আর যানজটও সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, রো রো ফেরিগুলো পাটুরিয়া পাঠানো হচ্ছে। ছোট যান পারাপার করে সামলানো যাচ্ছে না। তাই ট্রাক ও বড় বাস পারাপার সীমিত করা হয়েছে।

সফিকুল ইসলাম জানান, ৮৭টি লঞ্চ এ রুটে চলাচল করছে। তবে, ট্রলারে যাত্রী পার হচ্ছেন ঝুঁকি নিয়ে। আর রেজিস্ট্রেশন না থাকায় স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply