fbpx

পার্সেল ভ্যান যুক্ত হলো বেনাপোল বন্দরে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পণ্য পরিবহনের জন্য বেনাপোল বন্দরে যুক্ত হলো ইনল্যান্ড ওয়ার্ল্ড লজেসটিক নামে ভারতীয় রেলের একটি পার্সেল ভ্যান। এ সেবা গ্রহণ করতে পারবেন ছোট-বড় সব শ্রেণির আমদানিকারক। এমনকি, খরচও এতে কম পড়বে বলে জানিয়েছে সংশিষ্ট কর্তৃপক্ষ।

পার্সেল ভ্যানটি গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রথম চালানে দুইজন আমদানিকারকের ৪৫০ মেট্রিক টন পণ্য নিয়ে কলকাতা থেকে ছেড়ে বেনাপোল বন্দরে পৌঁছায়।

এই বন্দরে ইনল্যান্ড ওয়ার্ল্ড লজেসটিক ছাড়াও আরও দু’টি পার্সেল ভ্যান ভারত-বাংলাদেশের মধ্যে রেলে পণ্য পরিবহন করে আসছে। সড়ক পথে পণ্য পরিবহনে নানান সমস্যা হওয়ার কারণে আমদানি বাণিজ্যে দিন দিন রেলের দিকেই ঝুঁকছেন ব্যবসায়ীরা।

ইনল্যান্ড ওয়ার্ল্ড লজেসটিকের ইন্দো-বাংলা ট্রেড ম্যানেজার অনুসকর সংবাদমাধ্যমকে জানান, এই প্রথম বাংলাদেশে তারা আমদানি পণ্য পরিবহন করছেন। তবে, বন্দরে জায়গা সংকটের কারণে আপাতত সপ্তাহে একদিন এই রেল কলকাতা থেকে পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসবে। পণ্য রক্ষণাবেক্ষণের পর্যাপ্ত জায়গা বাড়ানো হলে সপ্তাহে ৭ দিনই পণ্য পরিবহন করা হবে।

Advertisement
Share.

Leave A Reply