fbpx

পা হারানো লিমনের বিয়ে!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

র‍্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠি রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের লিমন বিয়ে করছেন। কনে যশোর জেলার অভয়নগর উপজেলার নওপাড়া এলাকার রাবেয়া বশরী। বৃহস্পতিবার তার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। শুক্রবার কনের বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার কথা রয়েছে।

পরিবারের পছন্দেই বিয়ে করছেন বলে গণমাধ্যমকে জানান লিমন। লিমন এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের  সহকারী প্রভাষক।

গণমাধ্যমকে লিমন বলেন, ‘সব সময় গরিব বাবা-মাকে সাহস দিয়েছি। মানুষের সহযোগিতায় পড়াশুনা করেছি। আজ আমি স্বাবলম্বী। আমার এই জীবন-যুদ্ধের পেছনে মানবাধিকার সংগঠন এবং মিডিয়ার বড় অবদান রয়েছে।‘

দশ বছর আগে ২০১১ সালের ২৩ মার্চ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় র‍্যাবের গুলিতে পা হারায় লিমন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছিল র‌্যাব। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ২০১৩ এবং ২০১৪ সালে আদালত র‌্যাবের করা দুটি মামলা থেকে লিমনকে অব্যহতি দেয়।

Advertisement
Share.

Leave A Reply