fbpx

পুলিশের দেওয়া নির্দেশনার প্রত্যাহার চায় বিএনপি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১০ দিন রাজধানীতে যে কোন রাজনৈতিক সভা সমাবেশ কর্মসূচির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষথেকে দেওয়া নির্দেশনায় বিস্ময় প্রকাশ করে এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

১৫ মার্চ সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি বলেন, ডিএমপির এ ধরনের নির্দেশনায় তারা বিস্মিত হয়েছেন। এর কারণ হিসেবে জানান, ‘সরকারি প্রোগ্রামের সঙ্গে বিএনপির প্রোগ্রামের কোনো সম্পর্ক নেই সরকার তাদের প্রোগ্রাম করবে, আর বিএনপি তাদের  প্রোগ্রাম করতে চায় এবং সরকারি  এই নির্দেশনা প্রত্যাহার করে  রাজনৈতিক দল ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোকে তাদের এই সুর্বণজয়ন্তী পালনের জন্য সব রকমের অনুষ্ঠানে যেন বাধা সৃষ্টি করা না হয়, সে অনুরোধ  করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরও বলেন, ‘শুধু তাই নয়, তিনি মনিরুল ইসলাম বলেছেন যে অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রামস এটা কেন বলেছেন, কীভাবে বলেছেন, সেটার একটা ব্যাখ্যা আমরা জানতে চাই। হোয়াট ডাজ ইট মিন বাই অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রামস? উনি কী বুঝাচ্ছেন, এটা আমাদের ব্যাখ্যা করে বলতে হবে।’

তিনি বলেন, আমরা বুঝতে পারছি না, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা বা পালন করা কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম? তারা সরকার ছাড়া আর কেউ করতে পারবে না, এটা কোন ধরনের চিন্তাভাবনা থেকে আসছে আমরা বুঝতে পারছি না।’

১৭ থেকে ২৬ মার্চ রাষ্ট্রীয়ভাবে নেয়া কর্মসূচির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা তো অবশ্যই সরকারি প্রোগ্রাম হবে। বিদেশ থেকে রাষ্ট্রীয় মেহমানরা আসবেন। আমরা যথাসম্ভব সেটাকে সহযোগিতা করব। এটা আমাদের জাতির সম্মানের প্রশ্ন, এটা আমাদের মর্যাদার প্রশ্ন, আমরা অবশ্যই সেটাকে সেভাবে দেখব। কিন্তু হঠাৎ করে ডিএমপি থেকে এ ধরনের নির্দেশনা আমি মনে করি যে, আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের যে উদ্দেশ্য, সেটাকে ব্যাহত করবে। একইসঙ্গে স্বাধীনতার বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করছে কি না এটাও আমাদের লক্ষ্য করে দেখতে হবে বলেও জানান দলটির মহাসচিব।’

Advertisement
Share.

Leave A Reply