fbpx

পূর্ব শত্রুতার জেরে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ক্যাম্প ১৫-এর সি-৯ নম্বর ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-১৫-এর সি ব্লকের হেড মাঝি আবু তালেব ও সি-৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন।

বুধবার ভোরে ৮ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে ক্যাম্প-১৫-এর সি-৯ ব্লক থেকে আনুমানিক ১৫০ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে আছিয়া বেগমের শেডের সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেন মারা যান। গুরুতর আহত আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে নিলে তিনিও মারা যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কামরান হোসেন আরও বলেন, ‘দুর্বৃত্তরা সৈয়দ হোসেনের গলায় একটি এবং আবু তালেবের গলায় দুটি ও বুকের পাঁজরে একটি গুলি করে পালিয়ে যায়।’

Advertisement
Share.

Leave A Reply