fbpx

পৃথিবীতে যে কোনো সময় আঘাত হানতে পারে সৌরঝড়!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে পৃথিবীতে যে কোনো সময় আঘাত হানতে পারে জিওম্যাগনেটিক বা শক্তিশালী সৌড়ঝড়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই ঝড় পৃথিবীতে আঘাত হানলে কয়েক লাখ টন গ্যাস সূর্য থেকে বের হওয়ার সম্ভাবনা আছে।

গত বৃহস্পতিবার সূর্য থেকে কয়েক মিলিয়ন টন আয়নযুক্ত গ্যাস নির্গত হওয়ার পর এমনটি ধারণা করা হয়। এ ধরনের ঝড়ে মানুষের কোনো ক্ষতি না হলেও এর প্রভাব পড়তে পারে যোগাযোগের অবকাঠামোতে। তবে, এবার অবশ্য তেমন বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন না বিশেষজ্ঞরা।

নাসা জানিয়েছে, সূর্য থেকে এরইমধ্যে রশ্মি বেরিয়ে আসতে শুরু করেছে। এই রশ্মি বাংলাদেশ সময় সকালে সূর্যের কেন্দ্রে পৃথিবীর দিকেই তাক করে আছে। যে কোনো সময় এই ঝড় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে আছড়ে পড়তে পারে।

বিজ্ঞানীরা বলছেন, পুরো ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর মেরুর যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে এই ঝড়ের প্রভাবে। ক্ষতিগ্রস্ত হতে পারে পৃথিবীর জিপিএস সিগনাল, স্যাটেলাইটগুলোসহ বৈদ্যুতিক গ্রিড।

তবে, সূর্যের ক্ষতিকর তেজস্ক্রিয়তা পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করতে না পারার কারণে মানুষের কোনো ক্ষতির সম্ভাবনা নেই।

Advertisement
Share.

Leave A Reply