fbpx

পৃথিবী এখনও সুন্দর, আশা হারাবেন না: এ আর রহমান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চেন্নাইয়ের আকাশের নিচে প্রাণ খোলা গানে সমস্ত মন খারাপ যেন কোথায় উড়ে গেল। ছাদ থেকে পাশের বাড়িগুলির ছাদ দৃশ্যমান। ছাদের উপরে বড় করে লেখা, ‘৯৯ সংস’। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন ১৩-১৪ জন সঙ্গীতশিল্পী। এদের সবাইকে এক জোট করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

‘রং দে বাসন্তী’র লিড গান, ‘শিবাজী: দ্য বস’ এর ‘বল্লেইলাক্কা’ ছাড়ো ‘৯৯ সংস’ ছবির ‘ও আশিকি’র মতো জনপ্রিয় গানগুলি নিয়ে তৈরি হয়েছে মোহ তৈরি করার মত এক নান্দনিক আমেজ। সামাজিক দুরত্ব বজায় রেখে চেন্নাইয়ের এক আবাসনের ছাদে দৃশ্যায়িত হয়েছে এই চমৎকার  ভিডিওটি।

পৃথিবী এখনও সুন্দর, আশা হারাবেন না: এ আর রহমান

ছবি: ইনস্টাগ্রাম

এ আর রহমান এই ভিডিওটি তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে।

ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের মন হালকা করতে আমরা সকলে এক জোট হয়েছি। তাই বলছি, আশা হারাবেন না। পৃথিবীতে এখনও সৌন্দর্য রয়েছে।’

‘৯৯ সংস’ ছবিটি মুক্তি পেয়েছে চলতি মাসেই। ছবিটির প্রযোজনা এবং সঙ্গীত পরিচালনার দায় ভার ছিল এ আর রহমানের কাঁধে। কেবল তাই নয়, ছবিটির কাহিনিতেও অংশগ্রহণ রয়েছে তার।

Advertisement
Share.

Leave A Reply