fbpx

পেলোসির সফরের পর এবার তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বহুল আলোচিত তাইপে সফরের পর তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমা দিয়ে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স শনিবার এ তথ্য জানায়।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেন, গতকাল মার্কিন নৌবাহিনীর ২টি রণতরী চ্যান্সেলরসভাইল ও অ্যান্টিট্যাম তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা শুরু করে।

এ যাত্রায় সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা সময় লাগে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, চীনা সেনাবাহিনী মার্কিন যুদ্ধজাহাজের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

চীনের প্রবল আপত্তি সত্ত্বেও গত এক মাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন গত বৃহস্পতিবার তাইওয়ান সফরে যান।

স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে। তবে তাইওয়ানের গণতান্ত্রিক সরকার জানিয়েছে, দ্বীপের ২ কোটি ৩০ লাখ মানুষ তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত আগস্টে হাউস স্পিকার পেলোসির তাইপে সফরকে কেন্দ্র করে চীন তাইওয়ানের চারপাশে চারদিনের সামরিক মহড়ার আয়োজন করলে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেয়।

পেলোসির সফরের এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের আরও ৫ আইনপ্রণেতা তাইপে সফরে এলে বেইজিং মহড়ার সংখ্যা বাড়িয়ে দেয়। তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে চীনা সরকার।

এদিকে তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে চীন। রবিবার দেশটির সামরিক বাহিনীর তরফে এই ঘোষণা দেওয়া হয়েছে।

চীনা সামরিক বাহিনী বলছে, তারা তাইওয়ান প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর তৎপরতা পর্যবেক্ষণ করছে। উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। যে কোনও উসকানি পরাস্ত করতে প্রস্তুত রয়েছে বেইজিং।

Advertisement
Share.

Leave A Reply