fbpx

পোল্যান্ড সীমান্তের দিকে ছুটছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জের ধরে বিপাকে পড়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা। এরই মধ্যে ইউক্রেনে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া সীমান্ত খুলে দিয়েছে পোল্যাল্ড। তাই যে যেভাবে পারছে, ইউক্রেন থেকে ছুটছে পোল্যান্ড সীমান্তের দিকে।

ইউক্রেনে প্রায় তিন বছর ধরে আছেন বাংলাদেশি শিক্ষার্থী সোহেল রানা। তিনি থাকেন ইউক্রেনের জিতুমির শহরে, যা রাজধানী কিয়েভ থেকে ১৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।

জিতুমি শহর থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে লিরিফ পোল্যান্ডের সীমান্ত এলাকায় অবস্থিত। সেই পথ ধরেই দেশে ফিরতে চান সোহেল।

সোহেলের মতো অন্যান্য বাংলাদেশি শিক্ষার্থীরা ছুটছেন পোল্যান্ড সীমান্তের দিকে। সোহেল জানান, তার ইউনিভার্সিটিসহ জিতুমির এলাকায় থাকেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তাদের মধ্যে ইউনিভার্সিটির ১৮ জন ইতিমধ্যে হল ছেড়ে পোল্যান্ডের দিকে চলে গেছেন। আর দুই গাড়িতে পোল্যান্ডের উদ্দেশে আজ আটজন রওনা দিয়েছে। বাকি চারজনের আর্থিক কিছু সমস্যা আছে। সমস্যা মিটলে তারাও পোল্যান্ডের দিকে আসবেন।

গোটা দেশে যুদ্ধ চলায় বাজারে জিনিসের পাশাপাশি সবকিছুর দাম বেড়েছে বলে জানান সোহেল। যেমন আগে জিতুমির থেকে গাড়িতে মাথাপিছু ভাড়া ছিল ৬৫০ রিবনা (ইউক্রেনের মুদ্রা), সেখানে এখন চারজকে ভাড়া গুনতে হচ্ছে সাড়ে আট হাজার রিবনা।

Advertisement
Share.

Leave A Reply