fbpx

পোল্যান্ড সীমান্তে রাশিয়ার মিসাইল হামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনের দাবি, নেটো সদস্যভূক্ত দেশ পোল্যান্ড সীমান্তে রাশিয়া অন্তত ৩০টি মিসাইল ছুড়েছে। ইউক্রেনের এক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

পোলিশ সীমান্তের কাছে, ইউক্রেনের লভিভ অঞ্চলের ইয়াভোরিভ শহরে এই হামলা হয়। এতে নিহত হয়েছে অন্তত ৩৫ জন। আহত হয়েছে ১৩৪ জন। হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ইভানো-ফ্রাঙ্কিভস্কো শহরেও হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। সেই সাথে রাজধানী কিয়েভের কাছে, নিরাপদে সরে যাওয়ার সময় রুশ বাহিনীর গুলিতে নিহত হয়েছে নারী ও শিশুসহ সাত জন। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

মারিউপোল শহরের বাসিন্দারা জানিয়েছেন, প্রচণ্ড শীতের মধ্যে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। খাদ্য ও পানি সংকটেও পড়েছে তারা। শহরটি এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশটিতে রাশিয়ার হামলার ১৮ দিনে এই পর্যন্ত তাদের ১ হাজার ৩শ সেনা নিহত হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply