fbpx

প্যানডোরা পেপারস: বিশ্ব নেতাদের গোপন নথি ফাঁস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের প্রায় তিন শতাধিক প্রভাবশালী ব্যক্তির আর্থিক দুর্নীতির নথি ফাঁস করেছে প্যানডোরা পেপারস। এতে উঠে এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ ৩৫ জন সাবেক ও বর্তমান বিশ্বনেতাদের নাম।

সব মিলে ৯০ টি দেশের ৩ শতাধিক প্রভাবশালী ব্যক্তির গোপন সম্পদ ও লেনদেনের তথ্য সামনে আনা হয়েছে। তারা সাবাই বিদেশি কোম্পনীর সাথে অর্থ নেল-দেনে জড়িত বলে দাবি করা হচ্ছে।

সাড়াজাগানো এসব তথ্য নিয়ে এখন শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে। তবে অনেকেই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে বলে দাবি করছেন। আবার অনেকে মুখে কুলুপ এঁটে আছেন।

নথিতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোনাকোয় গোপোন সম্পদের সাথে সম্পর্কিত।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রীর লন্ডনের একটি অফিস কেনার সময় বিপুল পরিমান কর ফাঁকি দিয়েছেন।

অভিযোগের তালিকায় রয়েছে আজারবাইজান, জর্ডানসহ বিভিন্ন দেশের নেতারা।

তালিকায় রয়েছে বেশ কয়েকজন পাকিস্তানির নাম। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটার পোস্টে জানান, প্যানডোরা পেপারসে নাম থাকা পাকিস্তানিদের তদন্তের আওতায় হনা হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply