fbpx

প্রকৌশলীর ‘ঘুষ’ নিয়ে ওয়াসায় দুদকের অভিযান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘুষ ছাড়া ঠিকাদারদের বিলের ছাড়পত্র দেন না, এমন অভিযোগ উঠেছে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী গোলাম মাহাবুবের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিভাগীয় তদন্ত কমিটিও হয়। ওই অভিযোগের ভিত্তিতে গোলাম মাহাবুবকে (ওএসডি) করা হলেও এখনও পর্যন্ত ঝুলে আছে তার দুর্নীতির তদন্তকাজ।

এমন অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটে আসার পর গতকাল ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে অভিযান চালান দুদকের দুই সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা ও জাভেদ হাবিব।

দুদকের সহকারী পরিচালক গোলাম মাওলা জানান, ওই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত প্রতিবেদন জমা দিতে এত দেরি হচ্ছে কেন? তাই ওয়াসা কর্তৃপক্ষকে এ বিষয়ে তাগাদা দেওয়াই ছিল অভিযানের মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, আগামী ১০-১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে ওয়াসার কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছেন।

এছাড়া আরও তথ্য-প্রমাণ সংগ্রহ ও নথিপত্র পর্যালোচনা করে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানিয়েছেন দুদক।

Advertisement
Share.

Leave A Reply