fbpx

প্রতিটি বিভাগে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রকল্প নেয়া হবে : প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অটিজমে আক্রান্ত মানুষের যত্ন-আত্তি ও তাদের প্রতিভা বিকাশ যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য দেশের প্রতিটি বিভাগে তাদের আবাসন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য বিশেষ প্রকল্প নেয়া হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

প্রতিবন্ধী মানুষের স্থায়ী আবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমাদের সমাজকল্যাণমন্ত্রীকে বলব একটা প্রজেক্ট নিয়ে আসতে। আমাদের আটটা বিভাগ আছে । প্রতিটা বিভাগেই করে দেব। পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় আমরা করে দেব।’

এসময় প্রধানমন্ত্রী অবহেলা না করে অটিস্টিক ব্যক্তিদের আপনজন ভেবে তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই দিবসটির মাধ্যমে অটিস্টিক ব্যক্তিদের নিয়ে সচেতনতা সৃষ্টির সুযোগ হয়েছে। আজকে জাতিসংঘ এই দিবসটি ঘোষণা দিয়েছে দেখে আমরা এটা উদযাপন করছি। উদযাপন শুধু না এর মাধ্যমে সমাজের কাছে আমরা একটা সচেতনতা সৃষ্টি করার সুযোগ পাচ্ছি। কাজেই এরা (অটিস্টিক) আমাদের আপনজন এবং তাদেরকে দেখা তাদের যত্ন নেওয়া, এটা সকল সুস্থ মানুষের দায়িত্ব ও কর্তব্য।’

অটিস্টিক ব্যক্তিরা যেন অবহেলার পাত্র না হয়ে ওঠেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা।

সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় দেশে-বিদেশে অটিজম নিয়ে সচেতনতা বেড়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘সায়মা নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এ্যান্ড অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি। পুতুল তার অক্লান্ত প্রচেষ্টায় দেশে ও বিদেশ অটিজমের গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি পেয়েছে। মূলত তার কাছ থেকেই এটা শিখেছি এবং জেনেছি। সে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, তখন আমি যেতাম এবং সেই সময় থেকেই এই সম্পর্কে কিছু ধারণা পাই।’

তিনি বলেন, ‘২০১৪ সালে নিউরো ডেভমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট প্রতিষ্ঠা করি। এই ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে দেশে অটিজমসহ নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রমও আমরা গ্রহণ করি। আমরা এই ট্রাস্টকে ১৪৩ কোটি টাকা অনুদান প্রদান করেছি। এই ট্রাস্ট থেকে ২০১৭ সাল থেকে এই পর্যন্ত ৫ হাজার ৭০১ জনকে ৪ কোটি ৬৯ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে।’

প্রতিটি বিভাগে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রকল্প নেয়া হবে : প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে অতিথিরা। ছবি : ইয়াসিন কবির জয়

আওয়ামীলীগ সভানেত্রী এসময় সমাজের বিত্তশালীদের সমাজকল্যাণমূলক কাজে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি বলব, অনেক টাকা-পয়সা অনেকের কিন্তু হয়ে গেছে। অনেক বেশি। আমাদের অর্থনীতি যত বেশি শক্তিশালী হচ্ছে দারিদ্র্য বিমোচন হচ্ছে, গ্রামের মানুষ যেমন  আর্থিক স্বচ্ছলতা পাচ্ছে আবার যারা অর্থ বানাচ্ছেন তাদেরও অর্থ হচ্ছে। কিছু এখানে ব্যয় করলে সেটা দেশের কাজে লাগবে। যথাযথ কাজে লাগবে সেটাই আমি মনে করি।’

Advertisement
Share.

Leave A Reply