fbpx

প্রতিবেশী ও দুর্বল দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখবে ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশসহ প্রতিবেশী ও অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

বুধবার (২৫ মে) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পীযূষ গোয়েল এ কথা বলেন। এ নিয়ে তিনি একটি টুইটও করেন।

পীযূষ গোয়েল বলেন, ‘ভারতের গম রপ্তানি বিশ্ববাণিজ্যের ১ শতাংশের কম। আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না।’

এসময় দুর্বল দেশ ও প্রতিবেশী দেশগুলোয় (গম) রপ্তানির অনুমতি অব্যাহত রাখার কথাও জানান তিনি।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে- মন্ত্রী বলেছেন, ভারত গুরুতর প্রয়োজন রয়েছে এমন বন্ধুত্বপূর্ণ ও ক্রেডিট লেটার রয়েছে, এমন দেশগুলোয় গম রপ্তানির অনুমতি অব্যাহত রাখবে।

চলতি বছর গম উৎপাদন ৭ থেকে ৮ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা ছিল। কিন্তু তীব্র দাবদাহের কারণে ফসল আগাম কাটতে হয়। এতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।

ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমরা যা উৎপাদন করছি, তা অভ্যন্তরীণ চাহিদার জন্য যথেষ্ট। আন্তর্জাতিক গমের বাজারে ভারত কখনোই নিয়ন্ত্রক ছিল না। দুই বছর আগে ভারত গম রপ্তানি শুরু করে।’

পীযূষ গোয়েল বলেন, ভারত গত বছর ৭ এলএমটি গম রপ্তানি করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে গত দুই মাসে বেশির ভাগ গম রপ্তানি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সেদিন থেকে তাৎক্ষণিকভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।

Advertisement
Share.

Leave A Reply