fbpx

‘প্রতি মাসেই বিদ্যুতের দাম অল্প অল্প করে সমন্বয় করা হবে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতি মাসেই বিদ্যুতের দাম অল্প অল্প করে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘‌ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতেই বিশ্ববাজারের সঙ্গে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাস চেয়েছিলেন। আগামী এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারি, সেটারও ব্যবস্থা করছি।‘‌

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি সামিট জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। সেচের মৌসুমে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সেচ মৌসুমে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়া হবে। তবে সারাদিন না চালিয়ে নির্দিষ্ট সময়ে পাম্প চালানোর আহ্বান জানান নসরুল হামিদ।

কিছু কিছু জায়গায় লোডশেডিংয়ের সমস্যা দেখা দিচ্ছে উল্লেখ করে বলেন, ‘সেচের জন্য আমরা যে সময় নির্ধারণ করেছি ওই সময় সেচযন্ত্র চালালে তেমন সমস্যা হবে না। সার্বিকভাবে পরিস্থিতি আরো ভালো থাকবে, বিশেষ করে আগামী মাস থেকে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বিশ্বের শ্রেষ্ঠ জাতি হতে চাইলে বিজ্ঞানচর্চা করতে হবে। ইতোমধ্যে আমাদের ছেলেরা সফটওয়্যার ডেভেলপ করছে। আমাদের এখন কম খরচে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য গ্রহণ করতে হবে। এনার্জিকে কাজে লাগিয়ে যাতে আমরা সেটাকে সাসটেইনেবল করতে পারি।’

প্রতিমন্ত্রী বলেন, সাড়ে ৪০০ স্কুল থেকে যারা আজকের এ বিজ্ঞান মেলায় এসেছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনার এখানে বহিঃপ্রকাশ হচ্ছে। এরাই হবে আগামী দিনের বিশ্ব সেরা বিজ্ঞানী। কিছুদিন আগেই নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে বড় সম্মেলন ইরেনায় রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। যা আমদের জন্য গর্বের বিষয়।

৪৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে তিনদিনের ( ২৭-২৯ জানুয়ারি ২০২৩) এই বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কার্নিভালের টাইটেল স্পন্সর সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান লতিফ খান, বিজিএমইর সভাপতি ফারুক হাসান ও কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply